নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করোনাভাইরাসের ধাক্কা লাগল মাশরাফি বিন মুর্তজার পরিবারেও। কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের শাশুড়ি ও তার স্ত্রী সুমনা হকের এক ভাগনি। বাংলাদেশ ক্রিকেটের সফল এই অধিনায়কের ঘনিষ্ট সূত্রে জানা গেছে, মাশরাফির শাশুড়ি হোসনে আরা করোনা পজিটিভ হয়েছেন। নড়াইলের সিভিল সাজর্ন আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক স‚ত্রে আরও জানা গেছে, শুধু মাশরাফির শাশুড়িই নন, তার শ্যালিকা রিপার মেয়ে আগামীও আক্রান্ত হয়েছেন করোনায়। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই ভীষণ উদ্বিগ্ন মাশরাফি। পারিবারিক এই জটিলতায় পরশু রাতে তিনি ক্রিকেটারদের সংগঠন কোয়াবের ভার্চ্যুয়াল সভায় অংশ নেননি।
এরই মধ্যে ৮৯২টি নমুনা সংগ্রহ থেকে নড়াইল সদর ও লোহাগড়া হাসপাতালে ৮ চিকিৎসক এবং হাইওয়ে পুলিশের ১৪ সদস্যসহ জেলায় মোট ৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮ জন চিকিৎসকসহ ২৩ জন সুস্থ। মারা গেছেন ২ জন। দিন দিন করোনার শনাক্তের সংখ্যা বাড়লেও নড়াইলে নমুনা সংগ্রহের সঙ্কট ছিল প্রকট। সে সমাধানে এগিয়ে এলেন নড়াইল-১ আসনের সাংসদ মাশরাফি। তার ‘নড়াইল এক্সপ্রেস’ ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলার তিন উপজেলায় ১০ জন মেডিকেল টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হয়েছে। তাদের সম্মানী দেওয়া হবে এই ফাউন্ডেশন থেকেই। এছাড়াও করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও ল্যাবে পাঠানোর কাজে গতিশীলতা আনতে ‘নড়াইল এক্সপ্রেস’ ফাউন্ডেশনের নিজস্ব অ্যাম্বুলেন্স ও আনুষঙ্গিক অন্যান্য সহায়তা প্রদানের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।