Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশিদের সঙ্গে ঝামেলা মিটে গেছে শেখ জামালের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ৬:০৭ পিএম

বেশ কিছুদিন ধরেই ঝামেলা যাচ্ছিলো শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পক্ষে খেলা বিদেশি ফুটবলারদের সঙ্গে ক্লাব কর্মকর্তাদের। করোনাভাইরাসের কারণে গত ১৬ মে বাতিল ঘোষণা করা হয় ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ সংস্করণের খেলা। তবে লিগ বাতিল হলেও বিদেশি খেলোয়াড়দের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করেনি শেখ জামাল কর্তৃপক্ষ- এমন দাবি নিয়ে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে ঝামেলা শুরু করেন জামালের বিদেশি ফুটবলাররা। তবে বেতন নিয়ে বিদেশি ফুটবলারদের সঙ্গে যে ঝামেলা ছিল তা মিটে গেছে বলেছেন ক্লাবটির ফুটবল দলের ম্যানেজার আনোরয়ারুল করিম হেলাল। সোমবার তিনি বলেন,‘মার্চ মাসের মাঝামাঝিতে লিগের খেলা বন্ধ হলেও আমরা বিদেশি ফুটবলারদের বেতন মে মাস পর্যন্ত দিচ্ছি। কিন্তু আমাদের নাইজেরিয়ান ফুটবলার মানডে ওসাজিও জুলাই মাস পর্যন্ত বেতন চাওয়ায় শুরু হয় ঝামেলা। রোববার আমাদের ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান মনজুর কাদেরের অফিসে বিদেশি ফুটবলারদের ডাকা হয়েছিল। সেখানেই তাদের সঙ্গে সব ঝামেলা মিটিয়ে ফেলেছি আমরা।’

অভিযোগ ছিল মানডে ওসাজিও’কে নাকি মারধর করা হয়েছে। এ প্রসঙ্গে হেলালের কথা,‘এ ধরনের কোন ঘটনা ঘটেনি। উচ্চবাচ্য আর কথা কাটাকাটি হয়েছে। মানডে এমনিতেই উশৃঙ্খল। তাকে আমরা আগামীতে রাখব না সেটা সে জানে। শৃঙ্খলাভঙ্গের কারণে এ মৌসুমে তাকে দুইবার শোকজও করা হয়েছিল। আমরা বলেছিলাম যেহেতু এখন আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ তাই যখন চালু হবে তোমাদের সব টাকা বুঝিয়ে দেয়া হবে। সবাই মানলেও মানডেও মানছিল না কথাটি।’

রোববার মানডেকে মে মাস পর্যন্ত বেতন দেয়া হয়েছে বলে জানান হেলাল। তিনি বলেন,‘ মানডেকে মে মাস পর্যন্ত বেতন দিয়েছি। বাকিদের ক’দিনের মধ্যেই সব বেতন পরিশোধ করা হবে। এ নিয়ে কথা হয়েছে তাদের সঙ্গে। এখন আর কোন ঝামেলা নেই। আন্তর্জাতিক ফ্লাইট চালু হলেই তারা নিজ নিজ দেশে চলে যাবে।’

শেখ জামালের পক্ষে এবার ৬ বিদেশি ফুটবলার দলে থাকলেও এদের মধ্যে একজন নিবন্ধিত ছিলেন না। লিগের দ্বিতীয় পর্বের জন্য তাকে রাখা হয়েছিল। বাকি ৫ জনের মধ্যে জাপানি ফুটবলার মিডফিল্ডার ইউসুকে কাতো ৩০ এপ্রিল দেশে ফিরে গেছেন। বাকি যে ৫ জন আছেন তাদের মধ্যে মানডে নাইজেরিয়ান, ৩ জন গাম্বিয়ান আর অন্যজন আইভরি কোস্টের খেলোয়াড়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ