মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানে গত দুই মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা আবার বেড়েছে। রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে ১০৭ জনের মৃত্যু হয়েছে। এটি দেশটিতে গত দুই মাসের মধ্যে করোনায় একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি টেলিভিশন ভাষণে জানান, তিন ডিজিটের পরিসংখ্যানটি ঘোষণা করা আজ আমাদের জন্য খুব বেদনাদায়ক ছিল। নাগরিকদের স্বাস্থ্য বিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জমায়েত না হওয়া ও ভ্রমণে না যাওয়ার পরামর্শ দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র।
এর আগে সর্বশেষ গত ১৩ এপ্রিল করোনায় একদিনে শতাধিক মানুষের মৃত্যুর খবর জানায় ইরানের কর্তৃপক্ষ। ওই সময়ে মৃতের সংখ্যা ছিল ১১১।
করোনা পরিস্থিতির আপাত উন্নতির প্রেক্ষিতে গত এপ্রিলের মাঝামাঝি সময় থেকে লকডাউন শিথিল করতে শুরু করে ইরান। তবে শনিবার প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, লোকজন যদি স্বাস্থ্যবিধি মেনে না চলে তাহলে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হবে। সূত্র: আনাদোলু এজেন্সি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।