Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্ক সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ৩:৩৮ পিএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ প্রতিবেশী তুরস্ক সফরে গেছেন। এই সফরে তিনি দ্বিপক্ষীয় বাণিজ্যের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করবেন। বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে অন্যান্য দেশের মতো ইরানের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিমান থেকে তুরস্কে রাজধানী আঙ্কারায় নেমে জাওয়াদ জারিফ বলেন, “এ দেশটির সঙ্গে তেহরানের নানা ক্ষেত্রে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। করোনা মহামারীর পর এ সফরে আমি তুর্কি সরকারের কর্মকর্তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক নতুন করে শুরু করার জন্য আলোচনা করব।”

তেহরানের বিরুদ্ধে মার্কিন সরকারের অবৈধ নিষেধাজ্ঞা আরোপ এবং করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর ইরান এবং তুরস্কের মধ্যকার বাণিজ্য মারাত্মকভাবে কমে গেছে। তেহরান চেম্বার অব কমার্স গতমাসে এক জরিপ পরিচালনার পর এই তথ্য জানিয়েছে।

মার্চ মাসের শেষে ইরান এবং তুরস্কের মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ ডলারের বাণিজ্য হয়েছে। দেশ দুটির মধ্যে ২০১৯ সালের প্রথম তিন মাসে যে পরিমাণ বাণিজ্য হয়েছিল তার চেয়ে এটি ৭০ ভাগ কম।

আঙ্কারায় সাংবাদিকদের জারিফ আরো বলেন, প্রতিবেশীদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা ইরানের পররাষ্ট্রনীতিতে বিশেষ গুরুত্ব পায়। এ কারণে তিনি করোনাভাইরাসের মহামারির পর এপ্রিল মাসে সিরিয়া সফর করেছেন, দ্বিতীয় সফরে তিনি তুরস্ক পৌঁছেছেন। সূত্র: পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ