বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার জেলার ৩ পৌরসভায় নতুন করে লকডাউন চলছে। এগুলো হলো ব্রাক্ষনবাড়িয়া পৌরসভার ৪টি এলাকা, কসবা পৌরসভার ৪, ৫ ও ৭ নম্বর ওয়ার্ড, নবীনগর পৌর এলাকা।
এরই মাঝে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে লকডাউন কার্যকর শুরু হয়েছে। লকডাউনের কারণে ওই ৪ এলাকার প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ করে দেয়া হয়েছে। লকডাউন ভুক্ত এলাকগুলোতে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে টহলও চলমান রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং চলছে। ২৭ জুন পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।