বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চব্বিশ ঘন্টায় এযাবতকালের সর্বোচ্চ সংক্রমন নিয়ে দক্ষিণাঞ্চলে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দেড় হাজার অতিক্রম করল। সোমবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলের ছয় জেলায় নুতন করে ১৩৩জন করোনা সংক্রমনের শিকার হবার সাথে মৃত্যু হয়েছে আরো ১জনের। ফলে এ অঞ্চলে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৮৫ জনে উন্নীত হওয়া সহ মৃত্যুর সংখ্যাও ৩৩-এ পৌছল। বিভাগে পূর্ববর্তি ২৪ ঘন্টার তুলনায় আক্রান্তের সংখ্যা সোমবার ছিল ৭৫ জন বেশী। নুতন আক্রান্তদের মধ্যে বরিশাল জেলাতেই ৫২। যা আগের ২৪ ঘন্টায় ছিল ১০জন। গত ২৪ ঘন্টায় বরিশাল মহানগরীতেই আক্রান্ত হয়েছে অন্তত ৪০ জন। যা আগের দিন ছিল ৮ জন। বরিশাল ছাড়াও পটুয়াখালী, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠী জেলার অবস্থা উদ্বেগজনক। তবে গত ২৪ ঘন্টায় বরিশাল, ভোলা, পিরোজপুর ও বরগুনাতে আরো ২১ জন সহ এ অঞ্চলে মোট ৪শ জন সুস্থ্য হয়ে উঠেছে বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে।
বরিশাল মহানগরীর উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে এখন আর কারো কোন মাথা ব্যাথা আছে বলে মনে হয়না। অথচ এ নগরীতে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ৮শ অতিক্রম করেছে। প্রতিদিন পুলিশ সহ আইনÑশৃংখলা বাহিনীর সদস্য এবং চিকিৎসক ও চিকিৎসা কর্মী আক্রান্ত হচ্ছেন। নগরীর রূপাতলী, সাগরদী, চাঁদমারী,আলেকন্দা, কাশীপুর, কাটপট্টি, নাজির মহল্লা ও বগুড়া রোডে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বরিশাল জেলায় আক্রান্তের সংখ্যা সোমবার সকাল পর্যন্ত ছিল সোয়া ৯শ। মহানগরীর বাইরে গৌরনদী, আগৈলঝাড়া,উজিরপুর, বাবুগঞ্জ,বানরীপাড়া ও বাকেগঞ্জে আক্রান্তের সংখ্যা বেশী। বরিশাল জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২জনের।
গত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে আরো ২৭ জন আক্রান্ত হবার মধ্যে দিয়ে মোট সংখ্যা ১৯২’তে উন্নীত হবার বিপরিতে মৃত্যু হয়েছে ১০জনের। দ্বীপজেলা ভোলাতে নতুন করে ২৩ জন আক্রান্ত হবার মধ্যে দিয়ে মোট সংখ্যাটা ১৩৯জনে উন্নীত হয়েছে। মৃত্যু হয়েছে ২ জনের। বরগুনাতেও গত ২৪ ঘন্টায় আরো ১৫ জন আক্রান্ত হবার মধ্যে দিয়ে মোট সংখ্যাটা ১৩১-এ উন্নীত হয়েছে। জেলাটিতে করোনা সংক্রমনে এ পর্যন্ত মৃত্যু হয়েছে দুজনের। অপরদিকে ছোট জেলা ঝালকাঠীতেও গত ২৪ ঘন্টায় ১২ জন সহ মোট আক্রান্তে সংখ্যা দাড়িয়েছে ৯৩। আর এ সময়ে জেলাটির নলছিটিতে আরো ১জনের মৃত্যুর মধ্যে দিয়ে জেলায় এ সংখ্যা ৪-এ উন্নীত হল।
অপরদিকে সমগ্র দক্ষিণাঞ্চলের করোনা সংক্রমিত ও লক্ষন নিয়ে রোগীরা শের এ বাংলা মেডিকেল কলেজ হাপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে ভর্তি হচ্ছে। এ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা লক্ষন নিয়ে গত ২৪ ঘন্টায় আরো ১জন সহ এ পর্যন্ত মোট ৪১ জনের মৃত্যু হল। গত ২৪ ঘন্টায় আইসোলেশন ওয়ার্ডে আরো ১৪ জন রোগী ভর্তি হলেও ছাড়পত্র পেয়েছেন মাত্র ৬ জন। ফলে সোমবার সকাল পর্যন্ত ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৩৮ জন। ওয়ার্ডটিতে এপর্যন্ত ভর্তিকৃত ২৬৪ জনের মধ্যে ১৫৭ জন সুস্থ্য হয়ে ঘরে ফিরেছেন।
তবে গত ২৪ ঘন্টায় হাসপাতালটির করোনা ওয়ার্ডে নতুন করে কেউ ভর্তি না হলেও সুস্থ্য হয়ে ১১ জন বাড়ী ফিরেছে। এখনো ওয়ার্র্ডটিতে রেকর্ড সংখ্যক, ৪৮ জন কোভিড-১৯ রোগী চিকিৎসাধীন। এ পর্যন্ত শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালটির করোনা ওয়ার্ডে ভর্তিকৃত ১৪৩ জনের মধ্যে ৮১জন ছাড়পত্র পেলেও রেকর্ড সংখ্যক, ১৮জনের মৃত্যু হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসা বিশেষজ্ঞগন সমগ্র দক্ষিণাঞ্চল যুড়ে করোনা সংক্রমন উদ্বেগজনক হারে বৃদ্ধি সহ মৃত্যু হার সারা দেশের শীর্ষে থাকার উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এ মহামারী প্রতিরোধে স্বাস্থ্য বিধি অনুসরন সহ অবিলম্বে বরিশাল মহানগরী লক ডাউন করারও দাবী জনিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।