মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিজেপির মুখপাত্রের মতো কথা বলছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। গত শনিবার এভাবেই জগদীপ ধনখড়কে আক্রমণ করেন তৃণমূল সংসদ সদস্য ডেরেক ও ব্রায়েন। সম্প্রতি একাধিক ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছিলেন রাজ্যপাল। যে ইস্যুগুলোর মধ্যে অন্যতম ছিল করোনায় মৃতদেহ বহন নিয়ে।
ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, অমানবিক পন্থায় বহন করা হচ্ছে মৃতদেহ। সেই ভিডিও নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। যদিও কলকাতা পুলিশ সেই ভিডিওকে ভুয়ো বলে দাবি করেছে। তারা বলেছে, ‘ওই দেহগুলো করোনা সংক্রমণে মৃতদের দেহ নয়। মর্গে পড়ে থাকা পরিচয় চিহ্নিত না হওয়া দেহ।’
এর পরেই রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছিলেন ডেরেক। অনলাইন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘প্রথমে রাজ্যপাল ওদের হয়ে টুইট করলেন। এখন টিভিতে রাজ্য সরকারের বিরুদ্ধে বলছেন। মানে সরকারিভাবে বিজেপির মুখপাত্র হয়ে গেলেন।’
তিনি আরো বলেন, ‘রাজ্যপাল কিছু মৃতদেহকে করোনাভাইরাসে মৃতদেহ বলে দাবি করছেন? তিনি কেন শুধু পশ্চিমবঙ্গকে বাছাই করেছেন? কেন গুজরাট বা মধ্যপ্রদেশ নিয়ে কিছু বলছেন না? যেখানে নমুনা পরীক্ষা বাংলার থেকেও কম। দেখুন উত্তরপ্রদেশের বলরামপুরে কী হয়েছে! আবর্জনার গাড়িতে করে মৃতদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আর উনি এ ব্যাপারে চুপ।’
ডেরেক ছাড়াও শনিবার রাজ্যপালের সমালোচনায় সরব হয়েছিলেন তৃণমূল সংসদ সদস্য মহুয়া মৈত্র। তিনি কটাক্ষ করে বলেন, ‘পচা আপেল গাছ থেকে পড়ে বেশি দূর যেতে পারে না।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।