Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ গ্রামের মানুষের চলাচলে ভরসা বাঁশের সাঁকো

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৯:৩৩ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০১৬

রেবা রহমান, যশোর থেকে : যশোরের মণিরামপুরে হরিহর নদীর শাখা গজশ্রী কাটাখালের বাঁশের সাঁকোর পরিবর্তন ঘটেনি আজো। সাঁকোটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। পাঁচটি গ্রামের পারাপারের একমাত্র অবলম্বন এই সাঁকো। এলাকাবাসী বহুবারই ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি পেয়েছে কিন্তু কোন কাজ হয়নি। জানা যায়, হরিহর নদীর শাখা গজশ্রী খালে বাঁশের সাঁকোটি এলাকাবাসী স্বেচ্ছাশ্রম দিয়ে নির্মাণ করে। ২/৩ বছর পর পর সাঁকোটি নতুন করে নির্মাণ করতে হয়। প্রতিদিন এই সাঁকো দিয়ে রামনগর, শ্যামকুড়, ঘিবা, রতনদিয়া, গোপিকান্তপুরসহ কয়েকটি গ্রামের নারী-পুরুষ, শিক্ষা প্রতিষ্ঠানে পড়–য়া শিশু কিশোররা সাঁকোটি দিয়ে পারাপার হয়। সাঁকো পার হওয়া লাউড়ী রামনগর কামিল মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী জানায়, পার হওয়ার সময় প্রায়ই তারা পানি পড়ে যায়। সাঁকোটি নড়বড়ে হয়ে গেছে। যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। কোলের সন্তানসহ অনেক মহিলা মাঝেমধ্যেই বাঁশের সাঁকো পার হওয়ার সময় পানিতে পড়ে যায়। গন্তব্যে না গিয়ে ফিওে যেতে হয় বাড়িতে। সমস্যাটি মারাত্মক। কিন্তু কোন গুরুত্ব দেয়া হচ্ছে না-এ অভিযোগ এলাকাবাসির। আমাদের মনিরামপুর সংবাদদাতা জানান, বারবার আবেদন নিবেদন করেও কোন ফল পায়নি এলাকাবাসি। তাদের কথা, শুধু প্রতিশ্রুতি দেয়া হয়। বাস্তবায়ন হয় না। তারা জানান, গজ¯্রী খালে ব্রিজ নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে। গত বছর এই ব্রিজটি নির্মাণ হওয়ার কথা ছিল। কিন্তু আজও বাস্তবায়ন হয়নি। স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য জানান, পূর্বে এখানে একটি ব্রিজের টেন্ডার হয়েছিলো। নতুন করে আবারো ডিজাইন করা হয়েছে। আশা করছি দ্রুতই ব্রিজটি নির্মাণ হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাঁচ গ্রামের মানুষের চলাচলে ভরসা বাঁশের সাঁকো
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ