Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ১০ শ্রাবন ১৪৩১, ১৮ মুহাররম ১৪৪৬ হিজরী

ভারতীয় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বেনাপোল অফিস : বেনাপোল চেকপোস্ট এলাকায় গতকাল দুপুরে ভারতীয় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সোনিয়া খাতুন (৬) নামে প্রথম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী নিহত হয়েছে। নিহত শিশু বেনাপোলে বড়আঁচড়া গ্রামের  চেকপোস্ট আকতার হোসেনের মেয়ে ও বড়আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্কুল শেষে শিশুটি তার ফুপুর সঙ্গে আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছিল। এ সময় ভারতীয় একটি খালী ট্রাক ওভারটেক করতে গিয়ে শিশুটিকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক  নূর আলম জানান, শিশুটির লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে ময়না তদন্তের জন্য। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতীয় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ