Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ১২:০০ এএম

ভারতীয় সেনা নিহত
জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখায় শনিবার রাতে ভারত ও পাকিস্তানের মধ্যে ভয়াবহ গোলাগুলি হয়েছে। তাতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন এবং তিনজন গুরুতর আহত বলে এক খবরে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। একাধিক স‚ত্রে জানা গেছে, শনিবার রাতে শাহপুর-কার্নি সেক্টরে পাকিস্তানি বাহিনী গোলাবর্ষণ করে। বৃহস্পতিবার রাতে ভারতীয় সেনাবাহিনীর পাল্টা হামলার জবাব দিতেই শনিবার মর্টার শেল ছোড়ে তারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। এনডিটিভি।


জাপানে ভুমিকম্প
জাপানে শক্তিশালী ভ‚মিকম্প আঘাত হেনেছে। শনিবার গভীর রাতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভ‚মিকম্পটি আঘাত হানে জাপানের উপক‚ল এলাকায়। কম্পনের গভীরতা ১৬০ কিলোমিটার। সুনামি সতর্কতা জারি হয়নি। মার্কিন ভ‚তাত্তি¡ক জরিপ- ইউএসজিএস জানিয়েছে, তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। ভ‚মিকম্পটির কেন্দ্রস্থল ছিল কাগোশিমা দ্বীপাঞ্চলের নাজে থেকে ১৩৫ কিলোমিটার
দ‚রে। এএফপি।


স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত
করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে চিলির স্বাস্থ্যমন্ত্রী জেইমি মানালিচকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। তার পরিবর্তে দায়িত্ব দেয়া হয়েছে পেশায় চিকিৎসক অস্কার এনরিক প্যারিসকে। প্রেসিডেন্টের অভিযোগ, সাবেক স্বাস্থ্যমন্ত্রী চিলির নাগরিকদের স্বাস্থ্য
সুরক্ষার ‘কঠিন ও মহৎ দায়িত্ব’পালনের কোনো চেষ্টাই করেননি। রয়টার্স।


চারতলা বাড়ি খালে
ভারতের পশ্চিমবঙ্গে খাল সংস্কারের সময় একটি চারতলা বাড়ি ভেঙে খালের মধ্যে পড়ে গেছে।
শনিবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকার নিশ্চিন্দিপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দীর্ঘ দিন ধরেই ওই এলাকায় গোমরাই খালের সংস্কার চলছিল। খালের পাড়েই রাস্তা। তার পাশেই চারতলা বাড়ি। এদিন সকালে বাড়ির একাংশে ফাটল দেখা দেয়। বিপদের আশঙ্কায় বাড়ির মালিক
নিমাই সামন্ত সপরিবারে বাড়ি ছাড়েন। এবিপি।


অস্ট্রেলীয়র মৃত্যুদÐ
চীনে এক অস্ট্রেলীয়কে মৃত্যুদÐের সাজা দেয়া হয়েছে। শনিবার দেশটির কর্তৃপক্ষ এমন তথ্য দিয়েছেন। এতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়বে বলে ধারনা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয় জানায়, ওই নাগরিককে তারা কনস্যুলার সুবিধা দিচ্ছেন। তবে তার পরিচয় শনাক্ত করা হয়নি। তবে দুই দেশের গণমাধ্যম তাকে ক্যাম গিলিসপি নামে পরিচয় দিয়েছে। দক্ষিণ চীনে মাদক পাচারের অভিযোগে সাত বছর আগে তাকে গ্রেফতার করা হয়েছিল। রয়টার্স, আল-আরাবিয়াহ।


আতঙ্কে ইসরাইলিরা
ইহুদিবাদী ইসরায়েলের উপশহরগুলোতে আবারো আগুনসহ বেলুন পাঠাতে শুরু করেছে ফিলিস্তিনিরা। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরাইলের দখল করা ভ‚খÐে উড়ে যাওয়া এসব বেলুন থেকে বড় ধরনের অগ্নিকাÐের স‚ত্রপাত হতে পারে বলে উপশহরগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার একদল ফিলিস্তিনি তরুণ গাজা উপত্যকা থেকে এ ধরনের কয়েকটি আগুন বেলুন উড়িয়েছে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ