Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামালের আইএসএলে খেলার খবর ‘গুজব’!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ৭:৩০ পিএম

ভারতের জনপ্রিয় ফুটবল আসর ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া- খবরটি ক’দিন আগে হঠাৎই চাউর করে ভারতীয় সংবাদ মাধ্যম! আইএসএলের নতুন দল উড়িষ্যা ফুটবল ক্লাবের সঙ্গে জামালের এজেন্টের নাকি আলোচনা চলছে- এমনটাই দাবি করে ফুটবলের দলবদল সম্পর্কিত ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট ডটকম। কিন্তু খোঁজ নিয়ে জানা গেলো, এই খবরের কোনো ভিত্তি নেই। খবরটির সত্যতা স্বীকার করেনি কোনো পক্ষই। তারা একে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে। উড়িষ্যা এফসির সভাপতি রোহান শার্মা তো সরাসরি টুইট করে বলেই দিয়েছেন, ‘এটা আসলে গুজব। তার এজেন্ট হয়তো বা অন্য কোনো গল্প বানাতে চাইছে।’ তবে ঢাকার সেই এজেন্ট বেঙ্গল সকার এজেন্সির স্বত্বাধিকারী নিলয় বিশ্বাস বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের খেলোয়াড়দের বিদেশের লিগে খেলানোর জন্য। জামালও আমাদের চিন্তার মধ্যে আছেন। তবে আইএসএলের কোনো ক্লাবে খেলোনোর বিষয়ে কথা হয়নি। কে বা কারা গুজব ছড়িয়েছে, আমি আসলেই তা জানি না।’

এদিকে জার্মানি থেকে জামাল ভূঁইয়া বলেন, ‘আইএসএলে খেলার বিষয়ে আমার কোনো ধারণা নেই।’ আইএসএলে খেলার কথা শুনে বাংলাদেশে জামালের দল সাইফ স্পোর্টিং ক্লাবও খোঁজ-খবর নিতে শুরু করেছে। ক্লাবটির ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন চৌধুরী রোববার বলেন, ‘আমাদের ক্লাব থেকে জামালের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। ও আমাদের নিশ্চিত করেছে, যে সে সাইফ স্পোর্টিংয়েই থাকছে। আর জামাল যদি চলে যেতে যায়, তাহলে আমরা তাকে আটকাবো না।’ জামালের সঙ্গে আগামী জুলাই পর্যন্ত চুক্তি আছে সাইফের। এই ক্লাবে মাসিক সাড়ে ৫ লাখ টাকা পারিশ্রমিকে খেলছেন বাংলাদেশ অধিনায়ক। জানা গেছে, চুক্তির মেয়াদ আরো বাড়ানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ