Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরায়েলের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠক চান মাহমুদ আব্বাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ৪:২৫ পিএম

ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীর এবং জর্দান উপত্যকাকে সংযুক্ত করার যে পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে, তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ভয়েস অব ফিলিস্তিন, পার্সটুডে, ওয়াফা নিউজ

তিনি দাবি করেছেন, সেই বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিত থাকতে হবে। ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও ’ র নির্বাহী কমিটির মহাসচিব সায়েব এরিকাত গতকাল ( শনিবার ) জানিয়েছেন , প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুরকে এ বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন , যাতে আগামী ২৪ জুন এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইহুদিবাদী ইসরায়েল যাতে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করতে না পারে , তার জন্য একটি আন্তর্জাতিক পর্যায়ের জোট গঠনেরও প্রস্তাব করেছেন তিনি ।

ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি , ইউরোপীয় ইউনিয়ন , রাশিয়া এবং চীনের সাম্প্রতিক অবস্থানেরও প্রশংসা করেন এরিকাত। তিনি বলেন , এ ধরনের অবস্থান প্রমাণ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন লাভে সক্ষম হয়েছে ফিলিস্তিন । সম্প্রতি ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়ে বলেছে , পশ্চিম তীর সংযুক্ত করার যে পরিকল্পনা নিয়েছে ইহুদিবাদী ইসরায়েল , সেজন্য তেল আবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। পাশাপাশি , ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে ।

সায়েব এরিকাত ফিলিস্তিনি জনগণকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ