Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক বহনের দায়ে বাসের চালকসহ চারজন গ্রেপ্তার

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ১২:৫৪ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দূরপাল্লার বাসে মাদক বহনের দায়ে বাসটির চালক, চালকের সহকারী, দুইযাত্রীসহ চারজনকে গ্রেপ্তার এবং বাসটি জব্দ করেছে নাগেশ্বরী থানা পুলিশ। পুলিশ জানায় গতকাল (শনিবার) রাতে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী দূরপাল্লার ‘হক স্পেশাল’ নামের একটি বাসে মাদক পরিবহন হচ্ছে এমন গোপন সংবাদ ছিলো তাদের কাছে। পরে নাগেশ্বরীতে পৌঁছলে বাসটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাসের দুই আসনের নিচ থেকে ৮শ গ্রাম গাঁজা এবং ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় বাসটির চালক ভূরুঙ্গামারী উপজেলার গছিডাঙ্গা গ্রামের আব্দুল বারীর ছেলে মাসুদ রানা (২৭), চালকের সহকারী কুড়িগ্রাম সদর উপজেলার হরিকেশের মৃত হোসেন আলীর ছেলে লাল মিয়াকে (৪২) আটক করে এবং বাসটি জব্দ করা হয়। একই সময়ে গাজিপুর জেলার আব্দুল হালিমের ছেলে ফিরোজ ইসলাম সবুজ (৪৮) ও শাহজাহান আলীর ছেলে আব্দুল মালেক (৪৫) নামে দুই যাত্রীকে আটক করে পুলিশ। পরে রাতেই আটকদের বিরুদ্ধে মাদকনিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন কবীর জানান, আটকদের রবিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং বাসটি থানা হেফাজতে আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদকসহ আটক

৭ এপ্রিল, ২০২২
১০ আগস্ট, ২০২১
১৯ এপ্রিল, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ