Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

এক মাসের বিরতিতে পূর্ণিমা

প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত ঈদে ছয়-সাতটি নাটকে কাজ করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ঈদের কাজের চাপে মেয়ে ও পরিবারকে সময় দিতে পারেননি খুব একটা। তাই ঈদের পর পুরো এক মাস মেয়ে আর পরিবারের সদস্যদের সময় দিচ্ছেন। এর মধ্যে নতুন কোনো কাজ করবেন না। পূর্ণিমা জানান, পরিবার ও মেয়েকে সময় দেয়াটা খুব জরুরি। এ জন্যই এক মাসের বিরতি। পরিবারের সবার সঙ্গে আড্ডার আমেজেই সময়গুলো কেটে যাচ্ছে। সামনের মাস থেকে আবার কাজ শুরু করব। এদিকে অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ের নির্মিতব্য নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূর্ণিমা। বন্ধ দরজা নামে সিনেমাটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এক মাসের বিরতিতে পূর্ণিমা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ