Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হামলার আশঙ্কায় পাহারা বসিয়েছে ব্যাডেন পাওয়েলের মূর্তির সামনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২০, ৪:২০ পিএম

বিক্ষোভকারীদের হামলার আশঙ্কায় পাহারা বসিয়েছে ব্যাডেন পাওয়েলের মূর্তির সামনে। ফ্যাসিবাদী এ্যাডলফ হিটলারের প্রতি সহানুভূতি ছিল এমন অভিযোগ উঠেছে বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের বিরুদ্ধে। সমালোচকরা বলছেন, তিনি বর্ণবাদী মতামত ও সমাজতন্ত্রের প্রতি সহানুভূতিশীল মনোভাব রাখতেন। -মিরর

‘ব্লাক লাইভস ম্যাটার’ আন্দোলনকারীরা দাস ব্যবসায়ী, ঔপনিবেশবাদী ও ফ্যাসিবাদী ছিলেন এমন ব্যক্তিদের মূর্তি ভেঙ্গে ফেলছে। হুমকি দিচ্ছে ১০ বছর আগে স্থাপিত পাওয়েলের মূর্তিটিও ভেঙ্গে ফেলার।

ক্রাইস্ট চার্চ এন্ড পুলে কাউন্সিলের নেতা ভিকি স্লেড বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। তিনি জানান , মূর্তিটির অবস্থান সমুদ্র থেকে মাত্র ৩ মিটার দূরে বলে এটির অপসারণ বেশ ঝুঁকিপূর্ণ । তাই স্থানীয় বাসিন্দারা ছাড়াও স্কাউট সদস্যরা ২৪ ঘন্টা পালাক্রমে পাওয়েলের মূর্তি পাহারা দিচ্ছেন ।

কাউন্সিলের আরেক নেতা মার্ক হাওয়েল বলেন , ব্যাডেন পাওলের মূর্তিটি আমাদের মর্যাদা ও ভালবাসার সাথে জড়িত । ২০০৭ সালে এক জরিপে ব্যাডেন পাওয়েল বি ং শশতকে যুক্তরাজ্যের ১৩তম প্রভাবশালী ব্যক্তি নির্বাচিত হন । ১৯০৭ সালে ব্রাউনসি দ্বীপের পোতাশ্রয় থেকেই ব্যাডেন পাওয়েল স্কাউট আন্দোলন শুরু করেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ