Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক

শাহেদ নুর | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২০, ৩:১৮ পিএম

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সকাল ১১টা ১০ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন। তাঁর মৃত্যুতে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রেসিডেন্ট মো. আবদুল হামিদসহ বিভিন্ন মহল থেকে শোক জানানো হয়েছে। তাঁর মহাপ্রয়া‌নে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোক প্রকাশ করেছেন নেটিজেনরা।

সাংবাদিক সাজ্জাদ আলম খান তার ফেইসবুকে লিখেন, ‘সিরাজগঞ্জের কৃতি সন্তান, বর্ষীয়ান নেতা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম চিকিৎসকদের সকল চেষ্টা ব্যার্থ করে দিয়ে অবশেষে চলেই গেলেন। ইন্নালিল্লাহে....রাজেউন। গভীর শোক প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

শ্রদ্ধা জানিয়ে চলচ্চিত্র নির্মাতা রফিক সিকদার লিখেন, ‘বৃহত্তর পাবনার কৃ‌তিসন্তান, শহীদ জাতীয় নেতা ক‌্যা‌প্টেন মনস‌ুর আলীর সুযোগ‌্য পুত্র, ত‌্যাগী, স্পষ্টভাষী ব‌র্ষীয়ান রাজনী‌তি‌বিদ, জন‌নেতা মোহাম্মদ না‌সিমের মহা প্রয়া‌নে আমরা বৃহত্তর পাবনাবাসী ভীষণ শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আল আমিনের দরবা‌রে মরহু‌মের বি‌দেহী আত্মার শা‌ন্তি কামনাসহ তাঁর বর্ণাঢ‌্য রাজ‌নৈ‌তিক স্মৃ‌তির প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জ‌লি।’

সাংবাদিক রফিকুল ইসলাম রনি লিখেন, ‘‘রাজনীতির একটি উজ্জ্বল নক্ষত্রের বিদায়। না ফেরার দেশে ভালো থাকবেন প্রিয় নাসিম ভাই। আর বলবেন না, ‘সাংবাদিক ভাইদের নিউজ না দিলে তো হবে না। তারা তো আর এমনি এমনি আমাকে দেখাবে না। কী বলেন সাংবাদিক ভাইয়েরা?’ আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুন- আমিন।’’

মোহাম্মদ নাসিমের ছবি শেয়ার করে ছাত্রলীগ নেতা আবদুর রাজ্জাক লিখেন, ‘রাব্বুল আ'লামীন নাসিম ভাইকে পরপারে ভাল রাখুন........ বিনম্র শ্রদ্ধা।’

টিআর মাজেদ লিখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে বেহেশত নসীব করুন, আমিন।’

দোয়া প্রার্থনা করে এমডি জাহানুল ইসলাম লিখেন, ‘আল্লাহ তালার কাছে আকুল আবেদন আল্লাহ তা’লা যেন মোহাম্মদ নাসিমকে জান্নাতুল ফেরদাউস কবুল করেন, আমীন।’

শোক প্রকাশ করে কাজী তাওহীদুল ইসলাম লিখেন, বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র-বর্ষীয়ান নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ