পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে দলের পক্ষ থেকে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মোহাম্মদ নাসিমের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে এবং তা কখনও পূরণ হবার নয় বলেও জানান তিনি।
শনিবার তার বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ের শুরুতে এই শোক জ্ঞাপন করেন ওবায়দুল কাদের।
পরে তিনি বাজেট পরবর্তী বিএনপির প্রতিক্রিয়ায় বলেন, সঙ্কটময় পরিস্থিতিতে সরকার গণমুখী বাজেট উপস্থাপন করেছে। সঙ্কটকালে মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি ও অর্থনৈতিক উত্তরণের এ বাজেট নিয়েও বিএনপির গতানুগতিক সমালোচনার বৃত্তে আবর্তিত হচ্ছে।
সেতুমন্ত্রী বলেন, জনমানুষের আকাঙ্ক্ষা, মনের ভাষা শেখ হাসিনা বুঝতে পারেন, তাই মানুষের সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক পুনরুদ্ধারের মাধ্যমে অভিষ্ট্য লক্ষ্য অর্জনের প্রামাণ্য উপস্থাপন হচ্ছে এ বাজেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।