লকডাউনের জেরে প্রায় তিনি মাস ধরে বলিউডের সকল কার্যক্রম বন্ধ ছিলো। অবশেষে শুটিংয়ে ফেরার অনুমতি পেয়েছে ইন্ডাস্ট্রি। তবে অবশ্যই সব নিয়ম-কানুন মেনে চলতে হবে। ইতোমধ্যে অনেকেই শুটিংয়ে ফিরতে শুরু করেছেন। কিন্তু এই মুহুর্তে মেয়ে শ্রদ্ধা কাপুরকে শুটিং করার অনুমতি দিচ্ছেন না তার বাবা শক্তি কাপুর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শক্তি কাপুর বলেন, কাজে ফেরা অবশ্যই জরুরি। তবে জীবনের চেয়ে কাজ বড় নয়। এই মুহুর্তে ঘর থেকে বের হওয়া মোটেও সাহসিকতা প্রমাণ করে না। শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার চেয়ে ঘরে বসে থাকাই শ্রেয় বলে মন্তব্য করেন এই বর্ষীয়ান অভিনেতা।
তিনি আরও বলেন, দেশের বেসরকারি হাসপাতালগুলো তাদের ফাঁদ পেতে বসে আছে। কখন রোগী আসবে, আর কখন টাকা হাতিয়ে নিবে তারা। মানুষের সুবিধা অসুবিধার কথা না ভেবেই লুটেপুটে নিচ্ছে বলেও ক্ষোভ উগরে দেন তিনি। পাশাপাশি কাজের থেকে নিজের ও সন্তানের জীবনের নিরাপত্তার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই চিত্রতারকা।
এদিকে গেল কয়েকমাস ধরে বলিপাড়ায় গুঞ্জন রটেছে সেলিব্রিটি ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠের সঙ্গে প্রেমের সম্পর্কে মজেছেন শ্রদ্ধা কাপুর। সম্প্রতি রোহানের সঙ্গে লং ড্রাইভে ঘুরতে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেই ছবি প্রকাশ্যে আসতেই মন্তব্য শুরু করেন নেটিজেনরা।