রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিদেশী চাকুসহ শাহজালাল ও সজিব নামের দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তাদের মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ গ্রাম থেকে আটক করেছে। সোনারগাঁ থানার এসআই মোঃ আঃ হক সিকদার জানান, উপজেলার মোগরাপাড়ার বাড়ি মজলিশ গ্রামে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে একাধিক মাদক ও ডাকাতি মামলার আসামী বন্দর থানার চরশ্রীরামপুর গ্রামের মোঃ রমজান আলীর ছেলে শাহাজালাল প্রকাশ রাজিব ও বাড়ি মজলিশ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সজিবকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস বিছিন্ন করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে পিরোজপুর ইউনিয়নের প্রতাবের চর এলাকার মামা-ভাগিনা বেকারীতে এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে বেকারী চালানো অপরাধে গ্যাস আইন ২০১০(১২) ধারায় ওই প্রতিষ্ঠানের মালিক মোক্তার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৩ মাসের সাজা প্রদান করেন। উপজেলা কমিশনার (ভূমি) এসএম জাকারিয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।