রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বগুড়া অফিস : বগুড়ার ঐতিহাসিক নবাববাড়ি সরকারিভাবে অধিগ্রহণের মাধ্যমে সুরক্ষার ব্যবস্থা করায় জাতীয় জাগরণ আন্দোলনের আয়োজনে বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সন্তোষ প্রকাশ এবং দ্রুততার সাথে এই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপনা করেন সংগঠনের সদস্য সচিব মহসিন রাজু। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জাতীয় জাগরণ আন্দোলন বাংলাদেশের আহ্বায়ক আব্দুর রহিম বগরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বগুড়ার তথা বাংলাদেশ পাক-ভারত উপমহাদেশের অভিন্ন ইতিহাসের অন্যতম স্মারক বগুড়ার নবাববাড়ি। বগুড়ার নবাববাড়ির অর্থলোলুপ ও অকর্মণ্য কিছু ব্যক্তি টাকার নেশায় ঐতিহ্য ধ্বংসের খেলায় মেতে উঠলেও মরহুম মোহাম্মদ আলীর প্রবাসি পুত্র মাহমুদ আলী ও কন্যা জাতিসংঘের উচ্চপদে বর্তমানে সিরিয়ায় কর্মরত মাহমুদা আলী এই ঐতিহাসিক স্থাপনা রক্ষায় সোচ্চার হওয়ায় এবং সরকারের বিভিন্ন মহলে লবিং করায় তাদেরও আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ আমির হোসেন ম-ল, শামীম আকতার পাইলট, মন্জুরুল কাদির তুহিন, মোকলেছুর রহমান, মীর ওসমান আলী শুভ, আবু আবু রায়হান, অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।