বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির কবলে শবে বরাত-৩
সুনানে ইবনে মাজায় বর্ণিত হয়েছে : হযরত আলী ইবনে আবু তালেব (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ
ইসলাম সাম্য ও সামাজিকতার ধর্ম। মানবতা ও মানবিকতার ধর্ম। মানবকল্যান এ ধর্মের প্রাণ। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মাদ (সা.)-কে প্রেরণ করা হয়েছে গোটা বিশ্বের কল্যাণকামী হিসেবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আমি আপনাকে পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি।’ (সূরা আম্বিয়া : আয়াত ১০৭)।
তিনি মুসলিম, অমুসলিম, প্রাণিজগৎ এমনকি জড় পদার্থের জন্যও রহমত ছিলেন। একবার তিনি এমন দু’জন লোকের পাশ দিয়ে অতিক্রম করছিলেন যারা দু’টি উটের ওপর সওয়ার হয়ে কথা বলছিলেন। রাসূল সা. তা দেখে বললেন, ‘তোমরা প্রাণিকে চেয়ার হিসেবে গ্রহণ করো না।’ (মুসনাদে আহমাদ)। এতো গেল প্রাণির কথা। মানুষকে আনন্দ দেয়ার জন্য, যেন কষ্ট না পায় সেজন্য তিনি ইহুদী ব্যক্তির দাওয়াতও কবুল করতেন। রাসূলের শিক্ষা হিসেবে মানুষ মানুষের সহযোগিতা করবে, অন্যের মুখে হাঁসি ফুটাবে এটাই উত্তম মানুষের গুণ। তেমনি একটি ঘটনা নিচে উল্লেখ করা গেল।
একলোক প্রতিদিন এক বৃদ্ধার কাছ থেকে আপেল কিনে নিয়ে যেতো। আপেল কেনার পর লোকটি প্রতিদিনের মতো একটা আপেল বের করে ওই বৃদ্ধাকে বলতো, আপনার আপেলগুলো দেখে মনে হচ্ছে আজও পানসে হবে, এই নিন একটা খেয়ে দেখুন, মিষ্টি আপেল বিক্রি করতে পারেন না?
এই কথা বলে নিজের কেনা আপেল থেকে একটি আপেল বৃদ্ধার দিকে বাড়িয়ে দেয়। বৃদ্ধা আপেলটি কিছুটা খেয়ে যেই মাত্র বলে, কই মিষ্টিই তো। তখন লোকটি তার প্যাকেটটি নিয়ে চলে যায়। এভাবেই নিয়মিত এ কারবারটি চলে।
প্রতিদিনকার মতো, একবার লোকটির স্ত্রী তার সাথে ছিল। হাঁটতে হাঁটতে স্ত্রী বলল, তুমি প্রতিদিন এই বুড়ি মা’র সাথে মিথ্যে বলো কেন? আমরা তো আপেলগুলো খেয়ে দেখি, বেশ ভালো এবং মিষ্টি।
লোকটি তখন তার স্ত্রী কে বলল, আসলে আপেলগুলো মিষ্টি আমিও জানি। কিন্তু তুমি কি দেখ না কত কষ্টে বুড়ী মানুষটির পেটের খাবার জোটে। আমি না হয় প্রতিদিন মিথ্যা বলে নিজের ভাগের একটা আপেল তাকে দিয়ে দেই।
এদিকে আপেল বিক্রি করা বৃদ্ধা ওই লোকটাকে নির্দিষ্ট ওজনের চেয়ে কিছু আপেল বেশি দেন। তিনি পুত্রসম এ যুবকের ভালোবাসাটুকু হারাতে চান না। আবার তার কৌশলি দানটাও তিনি গ্রহণ করে নিজের হাতের কামাইয়ের পরিচ্ছন্নতা ম্লান করতে চান না। বৃদ্ধা মনে মনে হেসে বলেন, আমি জানি সে প্রতিদিন আমাকে মিথ্যা বলে একটা করে আপেল খাইয়ে দিয়ে চলে যায়। সে মনে করেছে আমি তা বুঝি না। তাই তার প্রতি ভালোবাসায় এবং তার আদরের প্রতি শ্রদ্ধা রেখে, আমার ওজনের পাল্লাটাও তার কেনা আপেলের দিকে ঝুঁকিয়ে দিই। এটা সে ছেলেটি বুঝতে পারে না।
নবী করীম স. বলেন, সবচেয়ে উত্তম নেক আমল মুসলমানের মনে আনন্দ পৌঁছে দেয়া। তাকে ঋণ মুক্ত করা, তার প্রয়োজন পূরণ করা বা জীবিকায় সহায়তা করা অথবা তার বিপদ দূর করার মাধ্যমে। (বোখারী ও মুসলিম)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।