রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামে গতকাল মঙ্গলবার ভোর রাতে এক বাড়ীতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামের বদরুদ্দিন শেখের ছেলে আজাদ শেখ জানান, মঙ্গলবার রাত ২টার দিকে তার বাড়ীর সামনে একটি পিকআপ ভ্যান এসে দাড়ায়। ভোর সাড়ে ৩টার দিকে গেটের তালা ভেঙে ৭-৮ জনের অস্ত্রধারী মুখোশ পরিহিত ডাকাতদল ঘরের মধ্যে প্রবেশ করে। তাকে প্রথমে অস্ত্র ধরে চোঁখ বেধে ফেলে ও পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা ৩ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ২৫-৩০ হাজার টাকা, একটি নতুন টিভিএস ফনিক্স ১২৫সিসি মোটর সাইকেল ও ২টি মোবাইল ফোন লুটপাট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা ৪টি ছাতা, ৩টি ওরনা, ৩টি গামছা, ২টি লুঙ্গি, ১টি ছায়া, ১টি কাচি ফেলে রেখে যায়। এরআগে নারুয়া গ্রামীণ ব্যাংক এলাকার ভ্যান চালক জসিমের বাড়ী থেকে ২টি ওরনা, কাচি ও ছাতা নিয়ে যায়। সকালে খবর পেয়ে রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার ও সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম পিপিএম, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান আঃ সালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।