Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূরুঙ্গামারীতে করোনায় আক্রান্ত আরো এক নারী

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ৯:৩৫ পিএম

ভূরুঙ্গামারীতে আরো একনারীর দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্ত নারী ঢাকা ফেরৎ। তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের ঝুকিয়া গ্রামে। শুক্রবার বিকেলে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা এএসএম সায়েম। উপজেলায় এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ জনে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে ঢাকা থেকে আসার পরেই তাদের হোম কোয়ারেন্টাইনে রেখে আক্রান্ত ব্যাক্তির পরিবারের ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়। আজ শুক্রবার বিকেলে প্রাপ্ত ফলাফলে ৪ জনের মধ্যে ১ জনের পজিটিভ পাওয়া যায়।
উল্লেখ্য যে আক্রান্ত নারীর স্বামী ঢাকাতেই করোনার উপসর্গ নিয়ে মারা গেলে তারা বাড়িতে আসেন। পরে তাদের নমুনা নেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্হ্য ও প:প: কর্মকর্তা বলেন আক্রান্ত নারী নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন। তিনি সুস্থ আছেন। তাকে প্রয়োজনীয় পরামর্শ ও ঔষধ পত্র দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ