নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামের পর এবার ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) খেলার প্রস্তাব পেলেন লাল-সবুজদের বর্তমান অধিনায়ক জামাল ভূঁইয়া। আইএসএলের নতুন দল উড়িষ্যা ফুটবল ক্লাবের সঙ্গে জামালের এজেন্টের নাকি আলোচনা চলছে- এমনটাই দাবি করেছে ফুটবলের দলবদল সম্পর্কিত ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট ডটকম। সূত্র জানায়, জামাল ভূঁইয়া নিজেও ভারতের এই জমজমাট লিগে খেলতে আগ্রহী।
গত অক্টোবরে কোলকাতায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ ফুটবল দল। অধিনায়ক জামাল ভূঁইয়া ছিলেন ওই ম্যাচে দলের প্রাণভোমরা। তার অধীনে ভারতের মাটিতে স্বাগতিক দলকে প্রায় হারিয়েই দিয়েছিল বাংলাদেশ। ম্যাচের শেষ ৮৮ মিনিটে গোল করে শেষ পর্যন্ত ১-১ ব্যবধানের ড্র নিয়েই মান বাঁচায় ভারত। ওই ম্যাচের পর থেকেই জামালের উপর চোখ ভারতীয় ফুটবল সংগঠকদের। জানা যায়, আইএসএলে খেলার প্রস্তাব তখন থেকেই পেতে থাকেন বাংলাদেশ অধিনায়ক। সেই প্রস্তাব এখন আরো বড় আকারে জামাল ভূঁইয়ার কাছে। সবকিছু ঠিক থাকলে পরের মৌসুমে ভারতের ঘরোয়া ফুটবলে খেলতে দেখা যাবে তাকে। জামাল বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সাইফ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়।
ট্রান্সফার মার্কেট ডট কমে জানা যায়, আলোচনা এখন খুবই প্রাথমিক পর্যায়ে। উড়িষ্যা ফুটবল ক্লাবের কর্মকর্তারা জানিয়েছে তারা এখনো তাদের কোচ চূড়ান্ত করেনি। কোচ নিয়োগ হলেই নাকি তারা আলোচনা আরো এগিয়ে নিতে পারবে। তবে জামাল ভূঁইয়াকে প্রস্তাব দেয়ার খবরটি উড়িয়ে দিয়েছেন উড়িষ্যার এক কর্মকর্তা। রোহান শর্মা নামের ক্লাবের এক পরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, ‘এটা পুরোপুরি বাজে কথা। জামালের এজেন্ট উড়ো খবর তৈরির চেষ্টা করছে।’
জামাল ভূঁইয়া যদি আইএসএল-এর কোন ক্লাবে নাম লেখান, তাহলে তিনি হবেন ইন্ডিয়ান সুপার লিগে খেলা দ্বিতীয় বাংলাদেশি ফুটবলার। এর আগে আইএসএলের প্রথম আসরে জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম অ্যাটলেটিকো ডি কোলকাতায় যোগ দিয়েছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।