Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পকে সিয়াটলের মেয়র : ‘আপনি নিজের বাঙ্কারে ফিরে যান’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ৪:৪৪ পিএম

জর্জ ফ্লয়েডের মৃত্যুতে বর্ণবাদবিরোধী বিক্ষোভ এখনও চলছে যুক্তরাষ্ট্রের পশ্চিমের শহর সিয়াটলে। স্থানীয় প্রশাসন ব্যবস্থা না নিলে সেখান থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে বৃহস্পতিবার সিয়াটলের মেয়র তাকে বলেছেন, ‘আপনি নিজের বাঙ্কারে ফিরে যান।’
বুধবার টুইটারে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘এখনই নিজের শহর থেকে বিক্ষোভকারীদের হটান। আপনারা তা না করলে আমিই করবো।’ পরের টুইটে তিনি আরও আগ্রাসী, ‘এটা কোনও খেলা নয়। এই নোংরা নৈরাজ্যবাদীদের অবশ্যই থামাতে হবে। দ্রুত করুন।’
সিয়াটলে পুলিশমুক্ত স্বায়ত্তশাসিত অঞ্চল ‘ক্যাপিটাল হিল’ থেকে বিক্ষোভকারীদের সরাতে ট্রাম্পের হস্তক্ষেপের হুমকির জবাবে মেয়র জেনি ডারকান উপরোক্ত মন্তব্য করেন। শহরের পুলিশ বিভাগের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছে সেখানে। সিয়াটলের সঙ্গে ওয়াশিংটনের মেয়রকেও একই হুমকি দেন ট্রাম্প।
ট্রাম্পের এসব টুইটের প্রতিক্রিয়ায় পাল্টা টুইট করেছেন সিয়াটলের মেয়র জেনি ডুরকান। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন,, আমাদের সবাইকে নিরাপদে থাকতে দিন। নিজের বাঙ্কারে ফিরে যান আপনি।
ওয়াশিংটনের মেয়র জে ইনসলিও মুখ বুজে থাকেননি। তিনি লিখেছেন, যে ব্যক্তি নিজের প্রশাসন চালাতে অক্ষম, ওয়াশিংটন নিয়ে তার মাথা ঘামানো উচিত নয়।
উল্লেখ্য, গত ২৫ মে মিনিয়াপোলিসে পুলিশের নির্যাতনে মারা যান কৃষ্ণাঙ্গ নাগরিক ফ্লয়েড। ওই হত্যাকাণ্ডের জের ধরে হোয়াইট হাউজের বাইরে বিক্ষোভকারীরা জড়ো হলে সিক্রেট সার্ভিস এজেন্টদের সহায়তায় বাঙ্কারে লুকান ট্রাম্প।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ