মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগান সরকারের হাতে বন্দী থাকা অবশিষ্ট তালেবান সদস্যদের শীঘ্রই মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) তিনি এই ঘোষণা দেন।
ওয়াশিংটন ভিত্তিক আটলান্টিক কাউন্সিলের সাউথ এশিয়া সেন্টার এবং ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অফ পিস-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত একটি ফোরামে বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তি প্রক্রিয়া অব্যাহত রাখতে ইতিমধ্যে তিন হাজার তালেবান বন্দীকে মুক্তি দেয়া হয়েছে এবং শীঘ্রই অতিরিক্ত দুই হাজার বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঘানি জানান, শীঘ্রই তারিখ ঘোষণা করা হবে। তালেবান সদস্যরা কাবুলে তাদের বন্দীদের চিহ্নিত করছে যে এক হাজার আফগান নিরাপত্তা কর্মীর বিনিময়ে তাদের বন্দীদের কারাগার থেকে মুক্তি দিচ্ছে।
তিনি বলেন, 'আমি মনে করি এখন আমরা সঠিক পথে আছি এবং আগামী সপ্তাহে আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিশ্বকে জানাতে সক্ষম হব।' মার্চ মাসে একটি বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর তার দ্বিতীয় মেয়াদ শুরু করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।