মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে ইতিহাসে প্রথমবারের মতো কোনো কৃষ্ণাঙ্গ অফিসারকে প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো। জেনারেল চার্লস ব্রাউন জুনিয়রকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছে মার্কিন সিনেট।
গত মঙ্গলবার জেনারেল চার্লস ব্রাউনকে ইউএস এয়ারফোর্সের প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাবটি সিনেটে সর্বসম্মতভাবে পাস হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজ ও কাতারের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা’র প্রতিবেদনে এ তথ্য জানোনো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল চার্লস ব্রাউনকে ইউএস এয়ারফোর্সের প্রধান হিসেবে নিয়োগ দিতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের তোলা প্রস্তাবটি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পক্ষে ৯৮ বিপক্ষে ০ ভোটে মনোনয়ন অনুমোদন করেছে।
ব্রাউনের এ নিয়োগে উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি লিখেছেন, এটা আমেরিকার জন্য ঐতিহাসিক একটি দিন। জেনারেল ব্রাউনকে ‘অসাধারণ এক দেশপ্রেমিক ও দুর্দান্ত একজন নেতৃত্ব’ বলেও উল্লেখ করেন ট্রাম্প।
এর আগে ব্রাউন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিমান বাহিনী প্রধান ছিলেন। তিনি ২০১৬ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ডেপুটি কমান্ডার ছিলেন এবং তার কমান্ডের দায়িত্ব ছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকান্ড তদারকি করা।
সিদ্ধান্তটি এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্রের ৫০টি স্টেটের ১৪০টি বড় শহর কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদে বর্ণবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল। সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভ কিছুটা কমাতেই চার্লস ব্রাউনকে ইউএস এয়ারফোর্সের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ট্রাম্প প্রশাসন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।