Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে : | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ১২:০১ এএম

মাগুরার শ্রীপুরে খামারপাড়া গোরস্থান মোড় এলাকায় গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ইসরাইল মোল্যা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার বারইপাড়া গ্রামের রোস্তম মোল্যার ছেলে।
এলাকাবাসি জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে খামারপাড়া গোরস্থান মোড় এলাকার বাসিন্দা পল্লীচিকিৎসক মোহন মোল্যার বাড়ির আম গাছে ইসমাইল মোল্যা আম পাড়তে গাছে ওঠে। আম পাড়ার সময় ইসরাইলের হাতে থাকা আম পাড়া কাঁচা কঞ্চির লগি হঠাৎ অসাবধানে পাশের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারের উপর পড়ে যাওয়ায় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই ঝুলে থাকে। পরে এলাকাবাসী শ্রীপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে শ্রীপুুুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আক্কাস আলীর নেতৃত্বে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার করে মাগুরা মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শ্রীপুর থানার ওসি আলী আহমেদ মাসুদ জানান, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে লাশটিকে গাছ থেকে নামিয়ে ময়না তদন্তের জন্য মাগুরা মর্গে পাঠানো হয়। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎস্পৃষ্ট

১২ ফেব্রুয়ারি, ২০২২
১৬ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ