Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেপ্টেম্বরে ২ লাখ মার্কিনির মৃত্যুর শঙ্কা বিশেষজ্ঞের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ১২:০২ এএম

সেপ্টেম্বরের কোনো এক সময় করোনাভাইরাসে হয়তো ২ লাখ মানুষের মৃত্যু দেখবে যুক্তরাষ্ট্র। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখে পৌঁছানোর মুহ‚র্তে এই আশঙ্কার কথা জানালেন এক শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ। আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে না কমলেও যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে করোনার বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। এতেই বড় বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করছেন আশীষ ঝা। কঠোর পদক্ষেপ না নিলে মৃত্যু নিকট ভবিষ্যতে কমার কোনো সম্ভাবনা নেই বলে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন হার্ভার্ডের বৈশ্বিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধান। সেপ্টেম্বরের মধ্যে মহমারি শেষ হবে না মনে করছেন আশীষ, ‘আমাদের সংক্রমণের হার যদি নাও বাড়ে, এমনকি সবকিছু এভাবেই থাকে, তাহলেও যৌক্তিকভাবে ধরে নেওয়া যায় যে সেপ্টেম্বর মাসের যে কোনো একসময় আমরা ২ লাখ মানুষকে হারাবো। এবং তা হবে সেপ্টেম্বরেই। মহমারি সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে না।’ বুধবার পর্যন্ত করোনার কারণে ১ লাখ ১২ হাজার ৭৫৪ জনের মৃত্যু হয়েছে। আশীষের মতে, এত মৃত্যু হয়তো দেখতে হতো না। বেশি বেশি পরীক্ষা এবং কন্ট্রাক্ট ট্রেসিং, কঠোর সামাজিক দ‚রত্ব বজায় রাখা ও সবাই মাস্ক পরলে এই বিপর্যয় ঠেকানো যেতো। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ