Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ১২:০২ এএম

শিশু শ্রম বৃদ্ধি
নাইজেরিয়াতে একাধারে লক ডাউন শিথিল,অন্যদিকে স্কুল বন্ধ রাখায় শিশু শ্রম বহুলাংশে বৃদ্ধি পেয়েছে ও নজরদারি গ্রæপ জানায়, লক ডাউনে ক্ষতিগ্রস্ত পরিবার পরিজনদের সহায়তা দেবার জন্য শিশুদের হকার, ক্লিনার এবং এমনকি পথে পথে ভিক্ষা করতে দেখা যায় ও নাইজেরিয়াতে ২০০৩ সাল থেকে শিশু শ্রম নিষিদ্ধ করা হয়েছে; তবে নাইজেরিয়াসহ আফ্রিকার বহু দেশে শিশু শ্রম এখনো ব্যাপক ভাবে বিদ্যমান। ভিওএ।


পরিস্থিতির ওপর
ইনকিলাব ডেস্ক :যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান, জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনাদের পুরোপুরি প্রত্যাহারের জন্য দেয়া শর্ত, তালিবানরা এখনো প‚রণ করেনি ও তবে তিনি বলেন, এতদসত্তে¡ও ৮,৬০০জন সেনা প্রত্যাহারের কর্মস‚চি এগিয়ে চলেছে। তিনি বলেন, শ‚ন্যের কোঠায় সেনা প্রত্যাহার পরিস্থিতির ওপর নির্ভরশীল ও প্রেসিডেন্ট ট্রাম্প দ্রæত সেনা প্রত্যাহারের ওপর জোর দিয়ে চলেছেন ও তার মতে পুলিশি দায়িত্ব থেকে আমাদের সেনাদের অব্যাহতি দিয়ে যথাশীগ্র তাদের দেশে ফিরিয়ে আনতে হবে। ভিওএ।


নিষেধাজ্ঞা প্রত্যাহার
করোনাভাইরাসের সম্ভাব্য ওষুধ হিসেবে হাইড্রোক্সি ক্লোরোকুইনের ব্যবহার নিয়ে বিতর্ক আছে। ওষুধটি সাময়িকভাবে নিষিদ্ধ করলেও ঝুঁকি নেই বলে তা গত সপ্তাহে প্রত্যাহার করে নিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত ওষুধটি রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত। বুধবার রাসায়নিক ও সার মন্ত্রী সদানন্দ গৌড়া এ কথা নিশ্চিত করেছেন। রয়টার্স।


রেকর্ড ভেঙেছে ড্রোন
তুরস্কের জাতীয় বিমান আকাশে উড়ার রেকর্ড ভেঙেছে দেশটিতে তৈরি চালকবিহীন বিমান (ড্রোন) বায়রাক্তার টিবি-২। তুর্কির আকাশে একটানা ২ লাখ ঘণ্টা উড়ে এ রেকর্ড ভাঙে ড্রোনটি। বুধবার দেশটির ড্রোন প্রস্তুতকারী এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। দেশটিতে বিমানের উড়ার ইতিহাসে এটিই সবচেয়ে বেশি উড়ার রেকর্ড। বায়কারের প্রধান নির্বাহী কর্মকর্তা এক টুইট বার্তায় বলেন, আমাদের জাতীয় বিমানের ইতিহাসে আরেকটি রেকর্ড ভেঙেছে বায়রাক্তার টিবি-২। আনাদোলু।


৩৪ বছর পর
সুইডেনের কৌঁসুলিরা ৩৪ বছর পর দেশটির সাবেক প্রধানমন্ত্রী ওলোফ পামের খুনিকে শনাক্ত করার কথা জানিয়েছেন। ‘স্কান্দিয়া ম্যান’ নামে পরিচিত সন্দেহভাজন খুনি স্টিগ ইংস্ট্রম ২০০০ সালেই আত্মহত্যা করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। ১৯৮৬ সালের ২৮ ফেব্রুয়ারি রাতে স্ত্রী লিসবেত, ছেলে মার্টিন ও ছেলের বান্ধবীর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন সুইডেনের তৎকালীন প্রধানমন্ত্রী পাম। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ