Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মতলবে করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধাসহ দুই ব্যক্তির মৃত্যু মতলব

মতলব উত্তর(চাঁদপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুন, ২০২০, ৭:৩০ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বৃহস্পতিবার(১১ জুন) করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধাসহ দুই ব্যক্তির মারা গেছেন। তাদের কে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।
জানা যায়, মৃত ব্যক্তিরা হলেন উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের মুক্তিযোদ্ধা আবুল হোসেন(৬৭) ও খাদেরগাঁও ইউনয়নের সাবেক ব্যাংক কর্মকর্তা অহিদুজ্জামান খন্দকার (৭০)।
বৃহস্পতিবার(১১জুন) ভোর ৪টার দিকে ঢাকার সিএমএইচ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা যান মুক্তিযোদ্ধা আবুল হোসেন। তাকে চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার (৪ জুন) ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে তার উত্তর উপাদী প্রধানীয়া বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, সমাজ সেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, মুক্তিযোদ্ধা বশির উল্লাহ মিয়াজী ও মো. গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদেরগাঁও ইউনিয়নের বেলুতী গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা অহিদুজ্জামান খন্দকার করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার(১১জুন) সকাল ৮ টার সময় মারা যান। তিনি কিছুদিন ধরে করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। স্বাস্থ্যবিধি মেনে দাফন টিমের সহায়তায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক জানান, নিয়ম মেনে তাদের দাফন সম্পন্ন হয়েছে।মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে ও বাড়িগুলো লকডাউন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ