রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা : পাবনার চাটমোহরে আজ বৃহস্পতিবারে আওয়ামী লীগ হরতাল আহ্বান করেছে। বিগত পৌর নির্বাচনের পর থেকেই আওয়ামী লীগের দু’গ্রুপ পরস্পর অভিযোগ পাল্টা অভিযোগে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। পৌর নির্বাচনে চাটমোহর থানা আওয়ামী লীগের সভাপতি এড. সাখাওয়াত হোসেন সাখো যুগ্ম সম্পাদক ও মেয়র মির্জা রেজাউল করিম দুলালের নিকট পরাজিত হবার পর এড. সাখাওয়াত হোসেন সাখো ভোট চুরি, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস ও চাঁদাবাজীর প্রতিবাদে বিক্ষোভ করেন। সমাবেশে স্থানীয় এসি ও ওসি’র অপসারণ দাবি করেন এবং এই দাবির প্রেক্ষিত আজ বৃহস্পতিবার চাটমোহরে হরতাল আহ্বান করেন। অপরদিকে চাটমোহর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নির্বাচিত মেয়র মির্জা রেজাউল করিম দুলাল হরতাল প্রত্যাখ্যান করে হরতাল প্রতিরোধে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেন এবং গত মঙ্গলবারে বিশাল বিক্ষোভ মিছিল করেন। মেয়র মির্জা রেজাউল করিম দুলাল বলেন, যে কোন মূল্যে চাটমোহরকে অশান্ত করতে দেয়া হবে না। এদিকে দু’পক্ষের কর্মসূচি নিয়ে চাটমোহর প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার বেগম শেহেলী লায়লা বলেছেন, উদ্ভুত পরিস্থিতির আলোকে জন নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।