Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একেই বলে প্রভুভক্তি!

রিপাবলিক ওয়ার্ল্ড | প্রকাশের সময় : ১১ জুন, ২০২০, ১২:৪৩ এএম

কুকুর যে কতটা প্রভুভক্ত হয়, তার হাজারো নজির আছে। জাপানি কুকুর হাচিকো তার মালিকের মৃত্যুর পরও ফেরার আশায় দীর্ঘ নয় বছর অপেক্ষা করে বসেছিল। অনেকটা সে ধরনের ঘটনা এবার ঘটেছে চীনের উহানে।
ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে মালিক আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে দাঁড়িয়ে সে দৃশ্যের সাক্ষী থেকেছে পোষা কুকুর। তারপর আর সেই জায়গা থেকে সরেনি সে। মালিক ফিরবে, এই বিশ্বাস নিয়ে কুকুরটি দিনের পর দিন ব্রিজেই ঠায় বসে থাকে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই ঘটনার ছবি ও ভিডিও। কুকুরের চোখের পানি দেখে মন খারাপ নেটিজেনদেরও। মালিকের প্রতি তার ভক্তিকে কুর্নিশ জানাচ্ছে নেটদুনিয়া।
জানা গেছে, জু নামের এক স্থানীয় বাসিন্দা ইয়াংজে সেতুতে বেশ কয়েকদিন বসে থাকতে দেখেন ওই কুকুরকে। এক জায়গায় তার বসে থাকার কারণ বুঝতে পারেননি।
গোটা পরিস্থিতি ব্যাখ্যা করে সোশ্যাল মিডিয়ায় কুকুরের কয়েকটি ছবিও পোস্ট করেন জু। তিনি গাড়িতে চাপিয়ে বাড়ি নিয়েও গিয়েছিলেন। কিন্তু তাকে ধরে রাখতে পারেননি। জুয়ের বাড়ি থেকে পালিয়ে সে আবার ব্রিজে গিয়ে বসে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা যায় নদীর একটা নির্দিষ্ট দিকেই কুকুরটি একদৃষ্টে তাকিয়ে থাকে। সন্দেহ হয় পুলিশের। গত ৫ জুন ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি পরিষ্কার হয়। পুলিশ জানতে পারে গত ৩০ মে রাতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি এই ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছিলেন। তবে পুলিশ আসার পরই ব্রিজ থেকে লাপাত্তা সেই কুকুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ