Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাক্তার দেখাতে হাসপাতালে!

ফ্রি প্রেস জার্নাল | প্রকাশের সময় : ১১ জুন, ২০২০, ১২:৪৩ এএম

হনুমান বা বানরের বুদ্ধি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। মানুষের মতো না হলেও এদের মস্তিষ্ক বেশ উন্নত। তাই কোন সময় কী করা উচিত, তা এরা জানে। ইতোমধ্যেই এমন ঘটনার অসংখ্য প্রমাণ মিলেছে। এবার তেমনই একটি ঘটনা ঘটল ভারতের কর্ণাটক রাজ্যের ডান্ডেলিতে। আহত বানর সোজা চলে গেল সেখানকার একটি হাসপাতালে।
ঘটনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। এতে দেখা গেছে হাসপাতালের দরজায় বসে রয়েছে এক বানর। বাইরে রোগীদের লম্বা লাইন। বানরটি যেন বাকিদের মতোই লাইন দিয়েছে হাসপাতালের আউটডোরে।

কয়েক মুহূর্ত পর হাসপাতালের এক কর্মী ঘটনাস্থলে পৌঁছন। বানরের গায়ে হাত দেন। কিন্তু সে একবারের জন্যও তাকে ঘুরিয়ে আক্রমণ করেনি। তিনি দেখেন বানরটি আহত। চিকিৎসার জন্যই সে হাসপাতালে এসেছে।
বিলম্ব না করে তিনি বানরকে হাসপাতালের ভেতরে নিয়ে যান। সেখানে তার ক্ষতস্থান পরিষ্কার করা হয়। প্রয়োজনমতো চিকিৎসাও করা হয়। চিকিৎসকরা তাকে আঘাতের জন্য ওষুধ দেন। এরপর বাধ্য ছেলের মতো হাসপাতাল থেকে চলে যায় সে। কারো কোনো ক্ষতি করেনি।

সোশ্যাল সাইটে ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, ‘আহত বানর চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিল। বিশ্বাস করতে পারেন না যে ডান্ডেলির প্রাণীও এত স্মার্ট।’ নেটিজেনরা আহত বানরের চিকিৎসার করার জন্য হাসপাতালের কর্মীদের প্রশংসা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ