Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তাগাছায় উদ্বুদ্ধকরণ সভা

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

মুক্তাগাছা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে গত মঙ্গলবার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ ও দাওগাঁও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে সক্ষম দম্পতিদের পরিবার পরিকল্পনায় স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান খন্দকার জামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ড. উম্মে আফছারী জহুরা। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লীরা তরফদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হারুন-অর-রশীদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলী আমজাদ দপ্তরি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাহমিনা নাসরিন. সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোফাজ্জল হোসেন তালুকদার, পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল বারেক ও ওয়ার্ল্ডভিশন কর্মকর্তা আরিফুল ইসলাম কল্লোল প্রমুখ। প্রত্যন্ত অঞ্চলে অনুষ্ঠিত এ সভায় পরিবার পরিকল্পনা নিয়ে মাঠ পর্যায়ের কাজ করা কর্মীরাসহ গ্রামের দুই শতাধিক সক্ষম দম্পতি অংশ নেন। পরিবার পরিকল্পনা নিয়ে অবহিতকরণের পাশাপাশি জনসচেতনতামূলক চলচ্চিত্রের প্রদর্শনীর ব্যবস্থাও করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুক্তাগাছায় উদ্বুদ্ধকরণ সভা

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ