Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশি কর্মীরা বিপাকে

কুয়েতে ২৫ হাজার অবৈধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুন, ২০২০, ১২:১২ এএম

তেলসমৃদ্ধ দেশ কুয়েতের অর্থনীতি ভয়াবহ ক্ষতির মুখে পড়ায় অভিবাসী কর্মী কমিয়ে আনার কার্যক্রম শুরু করেছে দেশটি। দেশটিতে বসবাসকারী ১ লাখ ২০ হাজার অবৈধ অভিবাসী কর্মীর ইকামা আর নবায়ন করা হবে না। এতে দেশটিতে প্রায় ২৫ হাজার অবৈধ বাংলাদেশি কর্মী বিপাকে পড়েছেন। সাধারণ ক্ষমার আওতায় নিবন্ধিত প্রায় সাড়ে চার হাজার অবৈধ বাংলাদেশি কর্মীকে দেশে ফেরত পাঠানো অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার রাতে কুয়েত এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট যোগে দেশটি থেকে ২৮৯ জন অবৈধ প্রবাসী কর্মী খালি হাতে দেশে ফিরেছে। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর কল্যাণ ডেস্ক বিষয়টি জানিয়েছে। দেশটির চারটি অস্থায়ী ক্যাম্পে অপেক্ষমান অবৈধ কর্মীদেরও পর্যায়ক্রমে ফেরত পাঠানো হবে।

কুয়েতের প্রধানমন্ত্রী খালিদ আল সাবাহ অতিসম্প্রতি এক ঘোষণায় জানিয়েছেন, দেশটিতে অভিবাসীর সংখ্যা কমিয়ে আনা হবে। কুয়েতে মোট জনসংখ্যার সর্বোচ্চ ৩০ ভাগ অভিবাসী রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবং তেলের দাম কমে যাওয়ায় দেশটির অর্থনীতি ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। বর্তমানে দেশটিতে ৪৮ লাখ মানুষের বসবাস। এর মধ্যে অভিবাসীই রয়েছে প্রায় ৩৪ লাখ।

এদিকে, সম্প্রতি কুয়েত সরকারের সাধারণ ক্ষমার সুযোগ না নেয়ায় দেশটির আবাসন আইন লঙ্ঘনকারী বা ইকামাবিহীন অবৈধ প্রায় ২৫ হাজার বাংলাদেশির ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। দেশে তাদের পরিবার-পরিজনরাও চরম হতাশায় দিন কাটাচ্ছে।

দেশটিতে ২৫ হাজার বাংলাদেশি কর্মী বিপাকে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে জনশক্তি রফতানিকারক দিদারুল হক গতকাল ইনকিলাবকে বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের বিদেশে চাকরি সুরক্ষা নিশ্চিতকরণে সরকারকে ব্যাপক ক‚টনৈতিক উদ্যোগ নিতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনা মহামারীর কারণে কুয়েত থেকে ছুটিতে দেশে এসে অনেক প্রবাসী কর্মী আটকা পড়েছেন। এছাড়া প্রায় ১৭শ’ কুয়েতের নতুন ভিসার কর্মীরাও অনিশ্চয়তার মুখে পড়েছেন। এতে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ