রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের বড়পুকুরিয়া কয়লা খনি গেটের সামনে এক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৫ জন গুরুত্বর আহত হয়েছে। জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে প্রায় ৩০টি ইউক্লেপ্টার গাছ কেটে ট্রাকে লোড করে শ্রমিকরা। পার্বতীপুরÑফুলবাড়ী মহাসড়কের বড়পুকুরিয়া কয়লা খনির সামনে ঘন কুয়াশার কারণে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় কাঠ বোঝাই ট্রাকের শ্রমিক জাকিরুল ইসলাম (৪৫) পিতা মৃত নবাব আলী, ইসমাইল হোসেন (৩৮) পিতা মৃত করিম উদ্দিন, রেজাউল ইসলাম (৪২) পিতা আব্দুল মালেক, দিলিপ সিং (৩৮) পিতা শ্রী অশু সিং ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহতরা হল- মজিবর রহমান, আসাদ আলীকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আতিয়ার রহমান, বাবুল মিয়া ও তাহাজুল ইসলামকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মজিবর রহমান ও আসাদ আলী বলেন, তারা ৯ জন শ্রমিক মঙ্গলবার রাতে পার্বতীপুর উপজেলার ৪নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে প্রায় ৩০টি ইউক্লেপ্টার গাছ কেটে ট্রাক বোঝাই করেন। কাঠ বোঝাই ঢাকাগামী ট্রাকে করে তারা বাড়ি ফিরছিল। পার্বতীপুরÑফুলবাড়ী মহাসড়কের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি গেটের সামনে গেলে ঘন কুয়াশার কারণে ট্রাকটি খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের উপরে থাকা ৯ শ্রমিকের মধ্যে ঘটনাস্থলেই ৪ শ্রমিক নিহত হয় এবং ৫ শ্রমিক গুরুত্বর আহত হয়। নিহত ও আহত সকলের বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার হরিলাকুল গ্রামে। পার্বতীপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।