বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্বাস্থ্যবিধি রক্ষায় ‘কঠোরভাবে’ মাঠে নেমেছে সিলেটে সিটি কর্পোরেশন। দ্বিতীয় দিনের মত আজ বুধবার নগরীর রাস্তা, বিভিন্ন মার্কেট ও দোকানে অভিযান চালিয়েছে সিসিক’র ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. জসীম উদ্দিন। অভিযানকালে ১৬টি মামলায় ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন জানান, সকাল থেকে নগরীর বন্দরবাজার, লালদিঘীরপারে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে চালানো হয়েছে অভিযান। এসময় মাস্ক না পরে বাইরে আসায় অর্থদন্ড দেয়া হয় ১০জনকে। এছাড়া সিটি কর্পোরেশন কর্তৃক বন্ধ ঘোষণা করা মার্কেটগুলোতে নির্দেশ অমান্য করে কয়েকটি দোকান খুলায় জরিমানা করা হয় আরো ৬ জনকে। ১৬টি মামলায় ২৭ হাজার টাকা জরিমানা পূর্বক নিষ্পত্তি করা হয় মামলাগুলো।
অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন মেট্রোপলিটন পুলিশ ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।