মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফাইভ জি চালু
২০২০ সালের শেষদিকেই ফাইভ জির অন্তত ৬ লাখ বেস স্টেশন স্থাপন করবে চীন। যেখান থেকে সেবা পাবে চীনের প্রায় সব গুরুত্বপ‚র্ণ শহর। বর্তমানে দেশটিতে আড়াই লাখ ইউনিট কাজ করছে। দেশটির তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানায়, সেবা পাচ্ছে ৩ কোটি ৬০ লাখ মানুষ। বর্তমানে সপ্তাহে ১০ হাজার নতুন স্টেশন স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে চীন সরকার। সিনহুয়া।
কাঁপল ইন্দোনেশিয়া
মঙ্গলবার ইন্দোনেশিয়ার প‚র্বাঞ্চলের মোলুক্কাস প্রদেশের দক্ষিণে অবস্থিত বুরু দ্বীপে ৬ মাত্রার ভ‚মিকম্পের সৃষ্টি হয়েছে। দেশটির ভ‚বিজ্ঞান ও আবহাওয়া সংস্থার বরাত দিয়ে রয়টার্স টুইটারে লিখেছে, ভ‚মিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)। তবে সুনামির কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে সংস্থাটি। ইন্দোনেশিয়ায় ভ‚মিকম্পের ঘটনা প্রায়ই
ঘটে। রয়টার্স।
মুসলিমদের ওপর
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলা থেকে অনুপ্রাণিত হয়ে জার্মানিতে মুসলমানদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন এক যুবক। তবে পরিকল্পনা বাস্তবায়নের আগেই ওই যুবককে আটক করেছে জার্মানি পুলিশ। ওই যুবককে আটকের বিষয়টি সোমবার কয়েকজন জার্মান কৌঁসুলি নিশ্চিত করেছেন। জার্মানির সেল শহরের রাষ্ট্রীয় কৌঁসুলি জানান, ২১ বছর বয়সী ওই যুবক জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হিলজেশাইমের বাসিন্দা। তিনি ইন্টারনেট চ্যাটে হামলার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। ওয়েবসাইট।
লুটপাট করতে
সিরিয়ার তেল এবং প্রাকৃতিক সম্পদ লুটপাটের প্রতিযোগিতা করতে ইরাক থেকে সিরিয়ার উত্তর-প‚র্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের নতুন করে একটি সামরিক বহর পাঠিয়েছে মার্কিন সরকার। সিরিয়ার তেল ও প্রাকৃতিক সম্পদ লুটপাটের ক্ষেত্রে আমেরিকা দৃশ্যত তার আঞ্চলিক মিত্রদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। মার্কিন সামরিক বহরে ট্রাক এবং তেল ট্যাংকার রয়েছে। সানা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।