Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থ সহায়তা পেলেন আরো ১৫০ ক্রীড়াবিদ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ৬:৩৭ পিএম

করোনাভাইরাসের কারণে অসহায় হওয়া ক্রীড়াবিদদের পাশে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তারা রমজান মাস থেকেই করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্থ ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতায় এবার আরো ১৫০ জন ক্রীড়াবিদ অর্থ সাহায্য পেলেন। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ক্রীড়াবিদদের হাতে এই অর্থের চেক তুলে দেন। এদিন এনএসসি’র সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জাহিদ আহসান রাসেল জানান, করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্থ ক্রীড়াবিদদের জন্য ৩ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় ক্রীড়াবিদদের জন্য ৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ সংক্রান্ত নীতিমালা প্রণয়নের কাজ চলছে। শিগগিরই এ অর্থ দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াবিদদের হাতে তুলে দেয়া হবে।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, ‘এছাড়াও আমরা বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে প্রায় ১১৫০ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠককে মাথা পিছু প্রতিমাসে ২ হাজার টাকা করে একবছরে মোট ২৪ হাজার টাকা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

শুধু ক্রীড়াবিদ-ই নন কোচ ও কর্মকর্তাসহ খেলাধুলায় সংশ্লিষ্ট অন্যদেরও সাহায্য করা হবে বলে জানান রাসেল। তার কথায়,‘আমরা করোনায় ক্ষতিগ্রস্থ সকল অসহায় ক্রীড়াবিদদের পাশে দাঁড়াতে চাই। সরকারের মানবিক সহায়তার অংশ হিসেবে এটি আমাদের ধারাবাহিক কার্যক্রম। যা অব্যাহত থাকবে। শুধু ক্রীড়াবিদ নন, আমরা করোনায় ক্ষতিগ্রস্থ কোচ, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকসহ অন্যদের কীভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও ভাবছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ