Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রার্থনার কারণেই করোনা দূর হয়েছে : তাঞ্জানিয়ান প্রেসিডেন্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ৪:১৫ পিএম

তাঞ্জানিয়ান প্রেসিডেন্ট জন মাগুফুলি পশ্চিম আফ্রিকান দেশকে ‘করোনামুক্ত’ ঘোষণা করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এ খবর জানিয়েছে। রাজধানী দোদোমার একটি চার্চে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে মাগুফুলি বলেন, ‘করোনা রোগ বিদায় নিয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ।’
কোভিড-১৯ নিয়ে দেশটির সরকারের কৌশল নিয়ে শুরু থেকে শঙ্কিত ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনায় আক্রান্তের সংখ্যা প্রকাশ করা থামিয়ে দেয় তাঞ্জানিয়া সরকার। সর্বশেষ ২৯ এপ্রিল তথ্য প্রকাশের দিন আক্রান্ত ছিলেন ৫০৯ জন আর মৃত্যু ২১ জনের।
গত সপ্তাহে মাগুফুলি জানান, দেশের বৃহত্তর শহর দার এস সালামে মাত্র চারজন রোগী চিকিৎসাধীন। স্বাস্থ্যসেবার সংকটের কথা উড়িয়ে দিয়ে এই মহামারি কাটানোর একমাত্র পথ হিসেবে ‘ধর্মকর্ম’ ঠিকভাবে পালন করতে বলেছিলেন দেশবাসীকে।
সবার প্রার্থনা আর উপোসের কারণে করোনা দূর হয়েছে বললেন মাগুফুলি, ‘আমি এমন একটা দেশের নেতা যারা ঈশ্বরকে সবার আগে রাখে, এই ব্যাপারটি আমাকে আনন্দ দেয়। ঈশ্বর তাঞ্জানিয়াকে ভালোবাসে। শয়তান এখানে সবসময় হেরে যায় কারণ তাঞ্জানিয়ানরা ঈশ্বরকে ভালোবাসে। এমনকি করোনাও ঈশ্বরের কাছে হার মানলো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ