Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঙ্গলবার থেকে চাঁদপুরে নতুন পদ্ধতিতে লকডাউন

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ৮ জুন, ২০২০, ৯:৩৬ পিএম
করোনাভাইরাসের ভয়াবহতা ও সংক্রমণ থেকে চাঁদপুরে কাল ৯ জুন মঙ্গলবার থেকে নতুন পদ্ধতিতে লকডাউন  হবে।  জেলা করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 
 
লকডাউনের নতুন পদ্ধতিতে শহরে কোনো বাড়িতে কেউ করোনায় আক্রান্ত হলে ওই বাড়ি / ভবন সম্পূর্ণ লকডাউন করা হবে। 
 
গ্রাম পর্যায়ে কোনো বাড়িতে কেউ করোনায় আক্রান্ত হলে সেই বাড়িসহ নিকটবর্তী কমপক্ষে চারটি বাড়ি লকডাউন করা হবে। 
 
চলমান লকডাউন পদ্ধতি থেকে নতুন লকডাউনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করা হবে।
 
জেলা এবং উপজেলা শহরে কাউন্সিলর/মেম্বার ওই কমিটির প্রধান থাকবেন। তার সাথে স্বেচ্ছাসেবক এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ কমিটির সদস্য হিসেবে থাকবেন। এ কমিটিকে সর্বাত্মক সহায়তা করবে সিভিল এবং পুলিশ প্রশাসন। 
 
করোনা আক্রান্ত কোনো ব্যক্তি, তার পরিবার কিংবা লকডাউনের আওতাধীন কোনো ব্যক্তি এ নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিক তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি/জরিমানা করা হবে। 
 
জেলা প্রশাসক  লকডাউন কার্যকর করার ক্ষেত্রে জেলাবাসীর আন্তরিক সহায়তা কামনা করেছেন।
 
সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে ভার্চুয়াল  সভায় পুলিশ সুপার মো, মাহবুবুর রহমান,জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ কমিটির ৫০ জন সদস্য অংশগ্রহণ করেন। 
 


 

Show all comments
  • মোঃ খায়ের নেওয়াজ ৯ জুন, ২০২০, ৯:২৬ এএম says : 0
    আমার মতে কঠোর লক ডাউন না দিলে কোন সুফল আসবেনা।
    Total Reply(0) Reply
  • আশরাফ আলী ১৭ জুন, ২০২০, ২:২২ পিএম says : 0
    কঠিন লকডাউন দেওয়া ছাড়া এটা থেকে মুক্তি পাওয়ার কোন উপায় নেই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ