Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালী হাসপাতালে ভোলা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তার মৃত্যু

পটুয়াখালীজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০২০, ৫:৫৯ পিএম

পটুয়াখালীতে করোনা উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট নিয়ে গত শনিবার এ ভর্তি হওয়া আব্দুল লতিফ(৪২)আজ সকালে পটুয়াখালী হাসপাতালের করোনা সাসপেক্ট আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
পটুয়াখালী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কামরুজ্জামান জানান ,আজ সকালে
আব্দুল লতিফকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, বরিশাল নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় তিনি হাসপাতালে করিডোরে মারা যান।মৃত আব্দুল লতিফ এর নমুনা সংগ্রহ করা হয়েছে।
মৃত আব্দুল লতিফের পরিবার সূত্রে জানা গেছে তিনি ভোলায় বাংলাবাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন, তিন দিন আগে তিনি ভোলা থেকে অসুস্থ অবস্থায় আসলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আব্দুল লতিফ এর স্ত্রী সন্তান পটুয়াখালীর নবাব পাড়া এলাকায় বসবাস করেন। আব্দুল লতিফের মৃতদেহ গ্রামের বাড়ি ঝালকাঠিতে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ