Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভিসির বিরুদ্ধে দুদকের প্রতিবেদন আগামী সপ্তাহে

প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

রংপুর জেলা সংবাদদাতা : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এ এ জলিল মিয়ার বিরুদ্ধে দুদকের মামলার প্রতিবেদন আগামী সপ্তাহে দেয়া হচ্ছে। ঢাকা থেকে প্রতিবেদন অনুমোদন হয়ে আসলে দেয়া হবে চার্জশিট।
গতকাল (সোমবার) দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান রংপুর দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মোজাহার আলী সরদার।
রংপুর আরডিআরএস মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোজাম্মেল হক, সেক্রেটারি আকবর হোসেনসহ প্রমূখ।
মত বিনিময় সভায় মোজাহার আলী সরদার জানান, গত একমাসে রংপুর থেকে দুইজন সাব রেজিস্ট্রার, একজন ব্যাংক রেজিস্ট্রার, একজন পিআইওকে গ্রেফতার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভিসির বিরুদ্ধে দুদকের প্রতিবেদন আগামী সপ্তাহে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ