বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাসে মারা যাওয়া পুলিশ সদস্য মো. আলমগীর হোসেনের লাশ আজ সকালে নিজ বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার মাজারদিয়া গ্রামে আনা হলে এক হৃদবিদারক দৃশ্যে অবতারণা হয়।
জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. আলমগীর হোসেন (৫৫) নামে এই পুলিশ সদস্য রোববার রাতে মারা যান। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের হাজারীবাগ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। করোনা পজেটিভ হওয়ায় তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতরাত সাড়ে ১২টায় সেখানেই মারা যান তিনি।
নিহত পুলিশ সদস্য মো. আলমগীর হোসেনের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার মাজারদিয়া গ্রামে। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী ও পুত্র সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
আলমগীরের লাশ পুলিশের উদ্যোগে তার গ্রামের বাড়িতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।