Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাঁদে ফেলে প্রতারণা

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ জুন, ২০২০, ১২:০১ এএম

নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন কৌশলে ধনাঢ্য ব্যবসায়ী, চাকরিজীবিদের ফাঁদে ফেলে প্রতারণার আশ্রয় নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। চক্রের সদস্যরা প্রেমের ফাঁদ কিংবা প্রশাসনের লোক সেজে বিভিন্ন পেশার ব্যক্তিকে বাসায় ডেকে এনে জোর করে নারীদের সাথে অশ্লীল ভিডিও ধারণ করছে। পরিবারের কাছে ফাঁস করে দেয়া বা ইন্টারনেটে প্রকাশ করার ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে অর্থ।
এ চক্রের তিন সদস্যকে গত শনিবার সৈয়দপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। আটক ওই তিন প্রতারক চক্রের সদস্যরা হলেন নীলফামারী সদরের বাবরীঝাড় চৌপথি বাজারের মিঠু হোসেনের পুত্র লিমন হোসেন (২৫), লিমন হোসেনের স্ত্রী আকতারা বেগম (২১) এবং সৈয়দপুর শহরের আতিয়ার কলোনীর মৃত মোছলেম উদ্দিনের পুত্র আবু বিন আজাদ ওরফে শাওন (৩৫)।

জানা যায়, উপজেলার পাইকান হাজীপাড়ার মৃত জসিম উদ্দিনের পুত্র আব্দুর রহিম (৫০) ব্যক্তিগত কাজে গত শনিবার সকাল আনুমানিক ১০টার সময় সৈয়দপুর বাস টার্মিনালে আসে। এ সময় প্রতারক চক্রের তিন সদস্য নিজেদের পুলিশের সদস্য পরিচয় দিয়ে তাকে আটক করে। ইয়াবা থাকার অভিযোগে তাকে থানায় নেয়ার বদলে কৌশলে শহরের খেজুরবাগ মুন্সিপাড়ায় আবু বিন আজাদ ওরফে শাওনের বাসায় নিয়ে যায়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে শরীরের পোষাক খুলে এক নারীকে জড়িয়ে ধরে অশ্লীল ভিডিও ধারণ করে। ভিডিও প্রকাশের হুমকি দিয়ে আব্দুর রহিমের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

জীবন বাঁচানো ও মান-সম্মানের ভয়ে সে ১ লাখ টাকা দিতে সম্মত হয়। প্রতারক চক্রের নাম্বারে তার পরিবার তিন দফায় ২০ হাজার টাকা পাঠায়। বাকি টাকা দেয়ার শর্তে প্রতারকরা তাকে সন্ধ্যায় ছেড়ে দেয়। আব্দুর রহিম সৈয়দপুর থানায় এসে ঘটনাটি জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিন প্রতারককে গ্রেফতার করে।

এ ঘটনায় আব্দুর রহিম নিজে বাদি হয়ে ৭ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করে। মামলার অন্যান্য আসামীরা হলেন, রংপুর বাস টার্মিনালের শ্যামল রায় (৪০) ও তার স্ত্রী বীনা রানী (৩৫), ঘাঘট পাড়ার নাজির (২২) ও সেনপাড়ার আরমান (২৮)। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, অন্য আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাঁদ

২৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ