বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছয় সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল রোববার থেকে পণ্য নেয়া বন্ধ করে দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। এতে করে বন্দরে বেশ কয়েকটি পণ্য বোঝাই ট্রাক আটকা পড়েছে। আক্রান্ত বিএসফ সদস্যরা আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজীব উদ্দিন ভ‚ইয়া জানান, চেকপোস্টে দায়িত্বে থাকা ছয়জন বিএসএফ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এজন্য গতকাল রোববার থেকে বন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু ভারতীয় ব্যবসায়ীরা আমরাদের আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কিছু জানায়নি। তবে কবে নাগাদ আবার পণ্য রফতানি শুরু হবে সেটি আমরা এখনও নিশ্চিত নই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।