Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিল পরিশোধ না করায় রোগীকে বেঁধে রাখল হাসপাতাল কর্তৃপক্ষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২০, ৪:১৯ পিএম

হাসপাতালের চিকিৎসা বিল মাত্র ১১ হাজার টাকা পরিশোধ না করায় এক প্রবীণ নাগরিককে হাসপাতালের বিছানার সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। চরম অমানবিকতার এ ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের সুজাপুরের একটি হাসপাতালে। খবর: এনডিটিভি।
বিভিন্ন সূত্রে এ ঘটনার খবর রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানতে পেরে অভিযুক্ত হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। সুজাপুর জেলা হাসপাতাল ওই হাসপাতালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে।
ওই বৃদ্ধার পরিবারের অভিযোগ, আমরা ভর্তির সময় পাঁচ হাজার টাকা জমা করেছিলাম। তারপর কয়েকদিন চিকিৎসা চললে, যে বিল হয় সেটা মেটানোর ক্ষমতা সেই মুহূর্তে আমাদের কাছে ছিল না।
যদিও হাসপাতালের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, সেই বৃদ্ধ মৃগী রোগী। তাই শারীরিক ভাবে যাতে আঘাত না লাগে বেঁধে রাখা হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ