Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মূত্রাশয় অস্ত্রোপচারে বের হল চার্জারের ক্যাবল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২০, ১:৫৩ পিএম

ভারতের আসামের একটি হাসপাতালে এক যুবকের মূত্রাশয় অস্ত্রোপচার করে ফোনের চার্জারের ক্যাবল বের করা হয়েছে। চিকিৎসক জানান, ওই চার্জারের ক্যাবল দিয়ে হস্তমৈথুন করতে গিয়েই এমন ঘটনা ঘটিয়েছেন ওই যুবক। মূত্রনালী দিয়েই ওই চার্জারের ক্যাবল যুবক মূত্রাশয়ে প্রবেশ করিয়েছিলেন।
ঘটনার পাঁচদিন পর তলপেটে ব্যথা নিয়ে আসাম হাসপাতালে আসেন ওই যুবক। তিনি চিকিৎসককে জানান দুর্ঘটনাবশত চার্জারের ক্যাবলটি গিলে ফেলেছেন। তার জন্য পেটে ব্যথা হচ্ছে। মল পরীক্ষা করার পরে, অস্ত্রোপচারের আগে একটি অ্যান্ডোস্কোপিও করানো হয়েছিল। কিন্তু, অস্ত্রোপচারের সময় গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টে কিছু না পেয়ে, একটু অবাক হন তিনি। এক্স-রে করার সিদ্ধান্ত নেন। এক্স-রের সেই ছবিতেই ধরা পড়ে মূত্রাশয়ে আটকে থাকা চার্জারের ক্যাবল।
অস্ত্রোপচারকারী চিকিৎসক বলেন, সার্জারিতে ২৫ বছরের অভিজ্ঞতা হওয়ার পরেও কিছু কিছু ঘটনা আজও আমার মেধা ও দক্ষতাকে চ্যালেঞ্জের মুখে ফেলে। এর পরেই তিনি তিরিশের ওই যুবকের কথা বলেন। পেটে ব্যথা নিয়ে এসেছিল ছেলেটি। বলেছিল, 'হেডফোন চলে গেছে পেটে।' কিন্তু, পেটের ভেতর কোথায় কী! অ্যান্ডোস্কপিতে কিছু নেই। অস্ত্রোপচারেও কিছু পাওয়া যায়নি। যন্ত্রণার উৎস খুঁজতে গিয়ে অবশেষে এক্স-রে প্লেটে ধরা পড়ে মূত্রাশয়ে থাকা ফোন চার্জার। সফল অস্ত্রোপচারের পর ছেলেটি এখন সুস্থ। তবে, তার মানসিক সুস্থতা নিয়ে চিকিৎসকের মনেই প্রশ্ন আছে। বিস্ময় প্রকাশ করে ওই চিকিৎসক বলেছেন, 'বাস্তবিকই এই পৃথিবীতে সবকিছুই সম্ভব!'

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ