Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভ্রাম্যমাণ আদালতে ৩ প্রতিষ্ঠানের জরিমানা ৩ জনের কারাদ

প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা

কুমিল্লার চৌদ্দগ্রাম বিসিক শিল্পনগরীতে গত রোববার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত র‌্যাব বিএসটিআই যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল পণ্যসামগ্রী জব্দ করে বিনষ্ট করে। ভ্রাম্যমাণ আদালত এ সময় ৩ জনকে আটক করে ১ বছর করে জেল এবং মিজান ওয়েলমিলসহ ৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে ৩ লাখ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি জাহিদুল ইসলাম, র‌্যাব-১১’র মেজর মোস্তফা কায়সার ও বিএসটিআইয়ের ফিল্ড অফিসার রিয়াজ হোসেন মোল্লা জানান, চৌদ্দগ্রাম বিসিক শিল্প নগরীর মিজান ওয়েল মিল, এ ওয়ান ফুড ও তিপানী ফুড প্রোডাক্টস নামের ৩টি অনুমোদনবিহীন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভেজাল শিশু খাদ্য, নকল সরিষার ও নারিকেলের তেল, গ্লুকোজ-ডি, বিভিন্ন ব্যান্ডের গুঁড়ো সাবানসহ বিপুল পরিমাণ পণ্যসামগ্রী উদ্ধার করা হয়। এ সময় মিজান ওয়েল মিলের সেলসম্যান জাহাঙ্গীর আলম, এ ওয়ান ফুড’র মালিক মহি উদ্দিন ও ট্রিপানী ফুডের ম্যানেজার মাহফুজ আলমকে আটক করা হয়। আটককৃত ৩ জনকে এক বছর করে জেল ও ৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে র‌্যাব সদস্যরা জব্দকৃত ভেজাল পণ্যসামগ্রী আগুনে পুড়িয়ে ধ্বংস করে। বিএসটিআইয়ের ফিল্ড অফিসার রিয়াজ হোসেন মোল্লা জানান, উল্লেখিত প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে নকল পণ্যসামগ্রী তৈরি করছিল। মিজান ওয়েল মিলের বিরুদ্ধে ইতোপূর্বেও মামলা হয়েছিল। প্রতিষ্ঠানগুলোতে উৎপাদিত পণ্য সামগ্রীর কোনটিরই বিএসটিআইসহ সংশ্লিষ্ট দফতরের কোন অনুমোদন নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালতে ৩ প্রতিষ্ঠানের জরিমানা ৩ জনের কারাদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ